কাতারে নিযুক্ত বাংলাদেশ বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমদকে দেশটির রাষ্ট্রীয় সম্মাননা পদক ‘আল ওয়াজবা’প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আসুদ আহমেদের হাতে এ সম্মাননা পদক তোলে দেন।
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর কাতারে বাংলাদেশ দূতাবাস দায়িত্ব পালন করেন আসুদ আহমদ। সম্প্রতি তাকে গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরে প্রয়োজনীয় কাজ সেরে নতুন কর্মস্থল গ্রিসে যাত্রা করবেন।
আসুদ আহমদ বলেন, বিদায়বেলা দেশটির আমিরের কাছ থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদক পেয়ে আমি আনন্দিত। তিনি আমির শেখ থানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কাতার সবসময় বাংলাদেশের পরম বন্ধু। আমার কর্মময় দীর্ঘসময়ে প্রবাসী বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাতার সরকারের সার্বিক সহযোগীতা পেয়েছি। রাষ্ট্রীয় এ সম্মাননার মাধ্যমে দু দেশের বন্ধুত্বের এ সম্পর্ক আরও দৃঢ় হবে।
এদিকে বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমদ কাতার সরকার এর ‘আল ওয়াজবা’ পদক অর্জনে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই তাকে অভিনন্দন জানান।
বাংলা কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেও অভিনন্দন জানান।